করোনা আবহের জেরে সম্পন্ন হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অবশেষে পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা গুলো বাতিল করা হয়। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা করোনা আবহের আগেই শেষ হয়ে গেলেও আটকে ছিল রেজাল্ট। মঙ্গলবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ই জুলাই অর্থাৎ আগামিকাল মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে জানান। পাশাপাশি, আগামী শুক্রবার, ১৭ই জুলাই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। 

উচ্চমাধ্যমিকের সব পরীক্ষা নেওয়া যায়নি। তাই মেধা তালিকা প্রকাশ করা হবে না। এমনটাই জানা যাচ্ছে সূত্রে। রেজাল্টের দিন উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে না। কয়েকটি জায়গায় কনটেনমেন্ট জোন হওয়াতে এই সিদ্ধান্ত। ৩১ জুলাই তা দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছিল রেজাল্ট এর দিন মার্কশিট দেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পরেই পড়ুয়ারা ফল জানতে পারবেন wbbse.orgwbresults.nic.in ওয়েবসাইটে। এছাড়া wbbse.orgwbresults.nic.in ওয়েবসাইটেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে।

বর্তমান পরিস্থিতিতে কোয়ারান্টাইন সেন্টার রয়েছে রাজ্যের বহু স্কুলে। ফলে গোটা প্রক্রিয়া অনলাইনে করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ছাপিয়েও তৈরি রাখা হয়েছে মার্কশিট। পড়ুয়াদের বদলে অভিভাবকদের ডেকে তাঁদের হাতে মার্কশিট তুলে দেওয়া যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। 

এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজে এই ফল প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।