নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ 

রাজ্যের পাশাপাশি জেলা আলিপুরদুয়ারে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা সংক্রমণ।জেলার বিভিন্ন ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়ায় লকডাউন করবার দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা।জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ পার।এই মুহূর্তে করোনা সংক্রমণ রোখার কিংবা করোনার সংক্রমনের পরিসংখ্যান জানার একটিই পথ লালারস পরীক্ষা করা।আর এই পথেই হাঁটছে জেলা স্বাস্থ্য দপ্তর।

শুক্রবার আলিপুরদুয়ার-২ ব্লকের যশোডাঙ্গা গ্রামীন হাসপাতালে বিভিন্ন সরকারি আধিকারিকদের পাশাপাশি বেশ কিছু সাধারণ মানুষের লালারস নমুনা সংগ্রহ করা হয়।এদিন স্বাস্থ্য দপ্তরের তরফে এক ১১ মাসের শিশুর পাশাপাশি মোট ৪৪ জনের লালারস নমুনা সংগ্রহ করা হয় বলে জানা যায়।অন্যদিকে কিছুদিন পূর্বে কোভিড-১৯ পরীক্ষা করান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী সহ অন্যান্য তৃণমূল কর্মীরা।আজ মৃদুল বাবু সহ অন্যান্য তৃণমূল কর্মীদের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির হওয়া জেলা জুড়ে।