'রামধনু' পত্রিকার পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হতে চলেছে 'উৎসব ঘরে ঘরে' প্রতিযোগিতা
'রামধনু' পত্রিকার পঞ্চম বর্ষ পূর্তিতে 'রামধনু-Ramdhanu' পেজের উদ্যোগে শুরু হলো এক অনলাইন প্রতিযোগিতা। ঘরে বসেই দিন কাটানো পরিস্থিতিতে যেখানে আগামীর সুস্থতার স্বপ্ন দেখে আমরা পুজোর দিন গুনছি সেখানে পুজো ঘনিয়ে আসার সাথে সাথে ভয়াবহতা বড় আকার ধারণ করছে। তাই মানুষের ঘর থেকে সৃষ্টিগুলো তুলে আনতে এবং ঘরে ঘরে একটু বিনোদন পৌঁছে দিতে পারলে 'রামধনু' ধন্য হবে- এই ভাবনা রেখেই রামধনুর আয়োজন "উৎসব ঘরে ঘরে"।
এই অনলাইন প্রতিযোগিতার সূচনা হচ্ছে ১৯ ই জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত।প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হবে ৩১ শে জুলাই।
প্রতিযোগিতার পাঁচটি বিভাগ এবং প্রতিটি বিভাগে কয়েকটি বিষয় রয়েছে।
বিভাগগুলি হলোঃ
কলমের ডগায় গপ্পো
ছবি কথা বলে
শব্দে কণ্ঠের ছোঁয়া
গানের তালে তালে
বাক্যে নকশার বাস
পত্রিকার যুগ্ম সম্পাদক মৃগাঙ্ক সরকার ও সোহেল রহমান সরকার জানায়,"এই ঘরবন্দী দিনে রামধনু সকলের কাছে শিল্প সাহিত্যের রং ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊