জোর কদমে চলছে প্রস্তুতি। আগামী ৫ই অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি, আরও ৫০জন ভিআইপি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। সব মিলে মোট ২০০ জনের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। জারি হয়েছে হাই অ্যালার্ট। 


ভূমি পুজোর আগেই বৃহস্পতিবার প্রকাশ্যে এল রাম মন্দিরের পুরোহিতের সহকারী প্রদীপ দাস করোনায় আক্রান্ত। শুধু এই নয় পাশাপাশি ১৬জন নিরাপত্তারক্ষী আক্রান্ত হয়েছে করোনায় বলেই খবর। 


প্রধান পুরোহিতের সহকারী ও ১৬ জন পুলিশকর্মীর করোনা আক্রান্তের খবরে অনুষ্ঠান স্থগিতের প্রসঙ্গ উঠছে না বলে জানা গিয়েছে। অন্যদিকে, এমন পরিস্থিতিতে উৎসব করে রাম মন্দিরের ভূমি পুজো হোক তা অনেকেই চাইছেন না। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রসঙ্গ নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে। 


তবে, এই অনুষ্ঠানে করোনা মোকাবিলায় সমস্ত বিধি মেনে চলা হবে বলে জানাচ্ছে ট্রাস্টিরা।