SANGBAD EKALAVYA:
হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ ভর্তি হন তিনি।নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। রুটিন পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
রুটিন পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. ডি এস রানা। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
এর আগে দেশের কোভিড পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন তিনি। রাজ্যসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন সনিয়া।
Congress President Sonia Gandhi (in file pic) admitted today at 7 pm to Sir Ganga Ram Hospital. She has been admitted for routine tests and investigations. Her condition is currently stable: Dr D.S. Rana, Chairman (Board of Management), Sir Ganga Ram Hospital, Delhi pic.twitter.com/uldUxfLCJV
— ANI (@ANI) July 30, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊