রাজ‍্যজুড়ে আপার প্রাইমারি প্রার্থীদের হুঙ্কার। দিকে দিকে আপার প্রাইমারি প্রার্থীদের দীর্ঘ সাত বছরের বঞ্চনা নির্মূলের আর্জি জানিয়ে বিধায়ক, সাংসদ, মন্ত্রী, জেলাশাসক, মহকুমা শাসকের হস্তক্ষেপের দাবি তুলছে প্রার্থীরা। 

২০১৪-এ আপার প্রাইমারির ঘন্টা বাজলেও ২০২০-এও এসে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি সরকার। দিনের পর দিন মামলা মোকাদ্দমায় আটকে থেকেছে এই নিয়োগ প্রক্রিয়া। আর এই দীর্ঘ সাত বছরের বঞ্চনা, অসহনীয় যন্ত্রনা আর সহ‍্য করতে না পেরে অবশেষে ডেপুটেশনের পথকেই বেঁচে নিয়েছেন। 

তাদের দাবি, গেজেট নোটিফেকেশন মেনেই দ্রুত নিয়োগ করা হোক। এই দাবি নিয়েই আজ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি মঞ্চের পক্ষ থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তকে স্মারকলিপি প্রদান করে। মহাত্মা গান্ধী ভবনে বিকাল ৩টা ৩০মিনিটে এই কর্মসূচী সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের আপার প্রাইমারি প্রার্থীদের একাংশ।