বেহাল রাস্তা নিয়ে অবস্থান-বিক্ষোভ ও একই সাথে রাস্তার উপরে ধানের চাষ করলেন বিধায়ক নিজেই
রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ৩রা জুলাই ২০২০ঃ মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লক ১ এর নিমতলা মোড় থেকে দারারকান্ধি যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। ভগবানগোলা বিধানসভার সিপিআইএম বিধায়ক মহসিন আলীর নেতৃত্বে এই ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর পাশাপাশি রাস্তার উপরে ধান গাছের চারাও লাগান বিধায়ক।
এই রাস্তার উপর নির্ভর করে ৪ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ যাতায়াত করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো ছাত্র-ছাত্রী প্রাইভেট, স্কুল যাতায়াত। বিধায়ক বলেন- 'এই রাস্তার দাবি নিয়ে আমরা ২০১৯ এর ডিসেম্বর মাসে নিমতলা মোড়ে অবস্থান-বিক্ষোভ করেছিলাম।
বারংবার স্থানীয় পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেছি তবুও এই রাস্তা ঠিক হয়নি। এ রাস্তা দিয়ে প্রতিদিন গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ মানুষ সকলকেই হসপিটালে যেতে হয়। এই বৃষ্টিতে নদীতে জল নেই কিন্তু জল জমে আছে রাস্তার উপরে। রীতিমতো এক মাসের মধ্যে যদি এই রাস্তা ঠিক না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান বিধায়ক মহাসিন আলী।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊