ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন হয়ে পরা পরিবারের পাশে দাড়াল ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডল
জাহাঙ্গীর মণ্ডল, মুর্শিদাবাদঃ ২১ শে জুলাই দিনে ডোমকল পৌরসভা সাধারণ মানুষের পাশে দাঁড়ালো। ডোমকল পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের জিতপুর নতুন পাড়া কয়েকদিন থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে এবং প্রাকৃতিক দুর্যোগ জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। ডোমকলে ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলামের মহাশয় এর সহযোগিতায় আজ ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডল মহাশয়। এলাকা পরিদর্শন করলেন এবং ডোমকল পৌরসভার সহায়তায় জলমগ্ন এলাকায় গিয়ে কামরুজ্জামান মন্ডল মহাশয় নিজেই পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন ব্যক্তির হাতে ত্রাণ তুলে দেন।
পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম জানিয়েছেন কয়েকদিন থেকে ভাড়ি বৃষ্টি হওয়ার ফলে বেশকিছু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। আমরা খোঁজখবর রাখছি আমাদের পৌরসভার প্রতিনিধিদের খোঁজখবর নিতে বলেছি আমাদের সেই মতন কাজ চলছে। মানুষের পাশে থাকার জন্য আজ ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মন্ডলের নেতৃত্বে দুই নম্বর ওয়ার্ডে প্রায় দশটি বাড়িতে পুরসভার ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
টাউন সভাপতি কামরুজ্জামান বলেন আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি প্রাকৃতিক দুর্যোগ কারণে কয়েকদিন থেকে ডোমকল এলাকাজুড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সেইমতো আমরা আজ বেশ কিছু বাড়িতে পৌরসভা ত্রাণ পৌঁছে দিলাম এবং আমার নিজেরও ওয়ার্ডে বেশকিছু বাড়ি জলের তলায় ডুবে গেছে ডোমকল পৌরসভার চেয়ারম্যান এর সহযোগিতায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊