ওসির আর্থিক সহায়তায় উচ্চ মাধ্যমিকে তাক লাগানো পাপ্পু
রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার, ১৯ জুলাই :
পাপ্পু সাহা I কোচবিহারের কলাবাগানের বাসিন্দা I অত্যন্ত গরিব ও অসহায় I মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করা ছেলেটির যখন অর্থাভাবে প্রায় বন্ধ পড়াশুনা, তখন তৎকালীন ওসি, ট্রাফিক রাহুল তালুকদার পাপ্পুর আর্থিক দায়িত্বভার নেন I এবার পাপ্পু উচ্চমাধ্যমিকে ৪৮৮ পেয়ে তাক লাগানো রেজাল্ট করে I
প্রথমেই পাপ্পু দৌড়ে যায় তার প্রিয় "রাহুল স্যারের" কাছে I এরপর পাপ্পুকে ফুলের বুকে দিয়ে সংবর্ধনা দিলেন রবিবার তিনি।
এ এক অনন্য ঘটনা I
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊