Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৩, ২৫ ও ২৯জুলাইয়ের লক ডাউনে কি বন্ধ থাকবে পেট্রোল পাম্প?

  • ২৩, ২৫ ও ২৯শে জুলাই সারা রাজ্যে সম্পূর্ণ লক ডাউন 
  • বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর




২৩, ২৫ ও ২৯জুলাইয়ের লক ডাউনে কি বন্ধ থাকবে পেট্রোল পাম্প? 


web desk: 

করোনা সংক্রমণে জেরবার দেশ। এমন পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশে আনলক চললেও সংক্রমণের ওপর বিচার করেই রাজ্য সরকার বেশ কিছু এলাকাতে লক ডাউন জারি রেখেছে। তবে, আরও এক ধাপ এগিয়ে সারা রাজ্যে সপ্তাহে দুদিন পূর্ণ লক ডাউন করার কথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই মতোই ২৩, ২৫ ও ২৯শে জুলাই রাজ্য জুড়ে পূর্ণ লক ডাউন চলবে বলে ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে। এর জন্য প্রকাশ করা হয়েছে গাইডলাইনও। 


এদিকে জল্পনা চলছে, এই সাপ্তাহিক লক ডাউনে কি পেট্রোল পাম্পও বন্ধ থাকছে? সেই প্রশ্নের জবাব জানালেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। এদিন, স্বরাষ্ট্র দপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় সারা রাজ্যে পূর্ণ লক ডাউন হলেও খোলা থাকছে পেট্রোল পাম্প গুলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code