আত্মনির্ভর দেশ গড়ার ডাক, স্বাস্থ্যক্ষেত্রে বিদেশী বিনিয়োগের আহ্বান মোদীর

আত্মনির্ভর দেশ গড়ার ডাক, স্বাস্থ্যক্ষেত্রে বিদেশী বিনিয়োগের আহ্বান মোদীর 


ওয়েবডেস্ক, সংবাদ একলব্য ঃ 

ইন্ডিয়া আইডিয়াস সামিট আয়োজন করছে মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল। এ বছর কাউন্সিল গঠনের ৪৫ তম বর্ষপূর্তিে বুধবার করোনা আবহে ‘ইন্ডিয়া আইডিয়াস সামিট’-এ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভর ভারত গড়ার পথে আগেই নেমেছেন প্রধানমন্ত্রী এবার আরও এক ধাপ এগিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের আহ্বান জানালেন মোদী। দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও বেশি সুদৃঢ় ও মসৃণ করতে বিদেশি বিনিয়োগের আহ্বান। 

প্রধানমন্ত্রী এদিন বক্তব্যে বলেন, ‘সমৃদ্ধ বিশ্ব গড়ার ক্ষেত্রে অবদান রাখছে ভারত। তাই আত্মনির্ভর ভারত-এর ডাক দেওয়া হয়েছে। প্রত্যেকের সহযোগিতা চাই। অভ্যন্তরীণ অর্থনীতিকে মজবুত করতে হবে।’

তিনি বলেছেন, ‘আরও উন্নত ভবিষ্যৎ চায় বিশ্ব। উন্নয়নে নজর রাখতে হবে গরিবদের ওপর। আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য। ভারতে ৫০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। লগ্নির উপযুক্ত জায়গা ভারত| ভারতের স্বাস্থ্যক্ষেত্রে লগ্নিতে স্বাগত। 

তিনি আরও বলেন, প্রতি বছর ২২ শতাংশ হারে উন্নতি হচ্ছে দেশের| ভারত কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে| ওষুধের ক্ষেত্রে ভারত ও আমেরিকার সম্পর্ক মজবুত| লগ্নি টানতে দেওয়া হচ্ছে বিশেষ ইনসেনটিভও| ১২ শতাংশ হারে বাড়ছে ভারতের বিমা সেক্টর| বিমান পরিবহনে লগ্নি করার এটাই আদর্শ সময়|'

 

 please subscribe our chanel

Post a Comment

thanks