করোনার করল গ্রাস দিন দিন বেড়েই চলেছে। এখনো পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি কোনো দেশ। যদিও আসার বাণী শুনিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে সাফল্য আসার পর তাঁদের দাবি চলতি বছরের শেষেই বাজারে মিলতে পারে এই মারণ ভাইরাসের ভ্যাকসিন। তবুও সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর এবং কুসংস্কারে আবদ্ধ হয়ে অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন করোনার প্রকোপ থেকে বাঁচতে। সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ওড়িশার এক আদিবাসী গ্রামে।
Despite relentless efforts to spread awareness about #COVID19, superstitions about the virus still rule interior pockets in #Odisha. An incident from Malkangiri where children were seen consuming country-made 'salap liquor' to prevent SARS-nCoV infection is a testimony to it. pic.twitter.com/qAsRVRvLkm
— OTV (@otvnews) July 21, 2020
ভিডিওতে দেখা যাচ্ছে ওড়িশার মালকানগিরির পারসনপালি গ্রামে করোনাভাইরাস থেকে রক্ষা করতে শিশুদের মুখে তুলে দেওয়া হচ্ছে দেশি মদ 'সালাপা'। সেখানকার আদিবাসীদের ধারণা যে মদ খাওয়ালে বাচ্চারা করোনাভাইরাসে আক্রান্ত হবে না। যদিও এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊