করোনার করল গ্রাস দিন দিন বেড়েই চলেছে। এখনো পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি কোনো দেশ। যদিও আসার বাণী শুনিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে সাফল্য আসার পর তাঁদের দাবি চলতি বছরের শেষেই বাজারে মিলতে পারে এই মারণ ভাইরাসের ভ্যাকসিন। তবুও সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর এবং কুসংস্কারে আবদ্ধ হয়ে অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন করোনার প্রকোপ থেকে বাঁচতে। সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ওড়িশার এক আদিবাসী গ্রামে।

 ভিডিওতে দেখা যাচ্ছে ওড়িশার মালকানগিরির পারসনপালি গ্রামে করোনাভাইরাস থেকে রক্ষা করতে শিশুদের মুখে তুলে দেওয়া হচ্ছে দেশি মদ 'সালাপা'। সেখানকার আদিবাসীদের ধারণা যে মদ খাওয়ালে বাচ্চারা করোনাভাইরাসে আক্রান্ত হবে না। যদিও এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।