লক ডাউন নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের, পরিবর্তন হল তারিখ 


ওয়েবডেস্কঃ 

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ফের লক ডাউন জারি করেছে নবান্ন। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন সপ্তাহে দুদিন সম্পূর্ণ লক ডাউন থাকবে রাজ্যে। সেই পথে হেঁটেই মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে সারা রাজ্যে কবে কবে লক ডাউন থাকবে সেকথা জানিয়ে দেন। পাশাপাশি নির্দিষ্ট তারিখও ঘোষণা করেন তিনি। কিন্তু, তাঁর ছয় ঘণ্টার মধ্যেই লক ডাউনের তালিকায় ফের তারিখ বদল করলো নবান্ন।


স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে, ২ ও ৯ অগাস্ট রাজ্যে লকডাউন হচ্ছে না।স্বরাষ্ট্র মন্ত্রক জানাচ্ছে, রাজ্যজুড়ে লকডাউনের তালিকা ঘোষণা করার পরে বিভিন্ন গোষ্ঠীর তরফে তারিখ বদলের অনুরোধ এসেছে সরকারের কাছে। কারণ কিছু বিশেষ সম্প্রদায়ের উত্‍সব ও অনুষ্ঠান পড়েছে এই দুই দিন। তাই সাধারণ মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে ২ ও ৯ অগস্ট- এই দু'টি তারিখে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।