Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্ৰামীণ পানীয় জলের ট্যাঙ্ক মিললো মরা ইঁদুর ও ব‍্যাঙ, আতঙ্কে স্থানীয়রা



গ্ৰামীণ পানীয় জলের ট্যাঙ্ক মিললো মরা ইঁদুর ও ব‍্যাঙ আতঙ্কে স্থানীয়রা

রবীন্দ্রনাথ বর্মন, দিনহাটা: 

গ্ৰামীণ পানীয় জলের ট্যাঙ্ক মিললো মরা ইঁদুর ও ব‍্যাঙ আতঙ্কে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের ভেটাগুড়ি ২ নং গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বমানীরচকি এলাকায়। পানীয় জলের ট‍্যাঙ্কে আস্ত মরা ইঁদুর ও ব‍্যাঙ এর জেরে অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছে স্থানীয়রা।


আজ বিষয়টি লোকমুখে প্রকাশ‍্য আসতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। একদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলে তার মধ্যে এই ঘটনায় আরো বেশি সমস্যায় ভুগছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা আরও অভিযোগ করেছেন দীর্ঘদিন পাইপ ফেটে থাকায় নলকুপ দিয়ে কেঁচো, সাপ, ব‍্যাঙ প্রভৃতি বেরলো তা অফিসের দায়িত্বে থাকা কর্মী মানিক সরকার এবং দেখভালের দায়িত্বে থাকা কর্মী বিবেক বর্মনকে। অভিযোগ জাতীয় কোন লাভ হয়নি বলেন এলাকার স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ বর্মন। একদিনে পাইপের সমস‍্যা অপরদিকে অপরিস্কার ট‍্যাঙ্ক নিয়ে চরম বিপত্তিতে ফেলেছে ওই এলাকার বাসিন্দাদের। তবে আজ থেকে ওই এলাকার কেউই ওই নলকূপের জল পান করবেন না বলে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code