সম্প্রতি ভারত নেপালের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেই উত্তেজনায় নতুন মাত্রায় পৌঁছে দিল আরও এক বড়ো পদক্ষেপ। নেপালে বন্ধ করে দেওয়া হল ভারতীয় সংবাদ মাধ্যমের সম্প্রসারণ। নেপালের কেবিল টিভি প্রোভাইডার ভারতীয় সংবাদ সংস্থা ANI কে জানায় যে, দেশে ভারতীয় সংবাদ মাধ্যমের সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও, এখনো পর্যন্ত নেপাল সরকারের তরফ থেকে এই নিয়ে কোন নির্দেশ জারি হয়নি।


দিনদিন বেড়েই চলেছে নেপালে রাজনৈতিক অস্থিরতা। তবে, কেন বন্ধ করা হল ভারতীয় সংবাদ মাধ্যম সে বিষয়ে এখনও কোনোরুপ কিছু জানা যায়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী ওলি বলেছিলেন যে, হোটেলে বসে কিছু ভারতীয় শক্তি ওনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর চেষ্টা চালাচ্ছে। এরপর থেকেই ওনার দলের সমস্ত নেতা ওনার বিরুদ্ধে বলা শুরু করেছে।

ভারতীয় নিউজ চ্যানেলগুলি বন্ধ করার বিষয়ে, নেপাল সরকারের মুখপাত্র ডঃ যুবরাজ খতিওয়াদা বলেছেন, "আমরা নেপালিদের সার্বভৌমত্ব এবং স্ব-সম্মানের লঙ্ঘনকারী সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করছি। এতে প্রতিবেশী দেশগুলির মিডিয়াও অন্তর্ভুক্ত রয়েছে। আমরা রাজনৈতিক ও আইনী উভয় প্রতিকারই পেতে পারি।"