সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ
প্রকাশিত হল মাধ্যমিকের ফল। সাফল্যের নিরিখে শীর্ষে ফের পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। বেড়েছে মেয়েদের সাফল্যের হার। মেধাতালিকায় জেলার জয়জয়কার। প্রথম, দ্বিতীয় দুজনেই পূর্ব বর্ধমানের। সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। এই জেলায় সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার। তার পরে স্থান দুই ২৪ পরগনার। কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে পাসের হার ৯২.১৬ শতাংশ।এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬। ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি। ছেলেদের চেয়ে ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
দারিদ্রতা কে পিছনে ফেলে, অভাব কে সঙ্গী করে পূর্ব বর্ধমানের কালনা মহারাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শান্তনু দে মাধ্যমিকে ৬৫৯নম্বর পায়। হয়তো কোনো র্যাঙ্ক করতে পারেনি সে । কিন্তু দারিদ্রতা আজ হেরে গেছে একজন ছাত্রর চেষ্টা ও অধ্যাবসাতে।
বাবার স্বপ্ন ছেলে ভালো পড়াশোনা করে ভবিষ্যতে জনসেবাতে নিযুক্ত হবে। বাবার সামান্য ছোট্টো একটি ব্যাগের দোকান, ছেড়া জামাকাপড় সেলাই করে,রোজগার বোলতে খুব সামান্য, শান্তনুর এতো ভালো রেজাল্ট করার পিছনে বিশেষ অবদান কালনা মহারাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমন্ত ঘোষের।
তিনি বলেন তার স্কুলের কোনো ছাত্র টাকার অভাবে পড়াশোনা করতে পারবেনা সেটা হবেনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊