Latest News

6/recent/ticker-posts

Ad Code

কুকুরকে বাশ দিয়ে পিটিয়ে হত্যা-এফআইআর পশু প্রেমি সংগঠনের

কুকুরকে বাশ দিয়ে পিটিয়ে হত্যা-এফআইআর পশু প্রেমি সংগঠনের 


নিজস্ব সংবাদদাতা, হেমিল্টনগঞ্জঃ 
৯জুলাই হেমিল্টনগঞ্জ-এর বিবেকনগর এলাকাতে অনিল সরকার নামে এক ব্যক্তি নির্মম ভাবে একটি কুকুরকে বাশ দিয়ে পিটিয়ে হত্যা করে। সেই ভিডিও সোশাল মিডিয়াতে ভাইরাল হয়। এই নৃশংসতার বিরুদ্ধে কালচিনি থানাতে সেই লোকের নামে এফআইআর করেছে পশু প্রেমি সংগঠন থেকে।

তদন্তের গতিবিধি জানতে সোমবার থানায় যান পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। কালচিনি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রদীপ মন্ডল জনিয়েছেন,তদন্ত চলছে। যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে। 



পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দোষীর উপযুক্ত শাস্তি না হলে বৃহত্তর আন্দলন করবেন তারা। উক্ত সংগঠন পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন তুষার সরকার,বিকাশ দে,বিশ্বজিত বর্মন,তন্দ্রা ভট্টাচার্য ও ইশা বোস সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code