পূর্ব স্থলীর ১নং ব্লকের মাগন পুর গ্রামের ঘন্টা বাবার মাজারে পরিদর্শনে এলেন মন্ত্রী স্বপন দেবনাথ

সঞ্জিত কুঁড়ি, বর্ধমান ঃ 

কবির ভাষায় "মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রান।" ঘন্টা বাবার মাজারের এই দৃশ্য দেখে কবির ভাষাকেই স্মরণ করে দিলো। পূর্ব স্থলীর ১নং ব্লকের মাগন পুর গ্রামের এই ঘন্টা বাবার মাজারের একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের মাজার ,অন্য দিকে হিন্দু সম্প্রদায়ের ধর্ম স্থান। এক দিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ জন যেমন আল্লাহ-এর আরাধনা করে পাশেই হিন্দু সম্প্রদায়ের মানুষ জন তাদের ধর্মীয় আরাধনা করেন।

পূর্ব স্থলীর ১নং ব্লকের মাগন পুর গ্রামের ঘন্টা বাবার মাজারে পরিদর্শনে এলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এসে তিনি নিজেও পুজো দিলেন এই মাজারে। জানা যায় এই এলাকায় মানুষজন যারা রয়েছেন হিন্দু মুসলিম সম্প্রদায় তারা সবাই কিন্তু এই মাজারে আসেন চাদর চাপা দেয় তাদের মনোকামনা পূরণ হয়,এমনকি এটাও জানা যায় হিন্দুধর্মে যারা মানুষজন রয়েছে যাদের বাড়িতে ভালো কিছু কাজকর্ম হলে যেমন গরুর বাচ্চা জন্ম নেয় বা বাড়িতে নতুন ফল যখন জন্মায় তখন প্রথম সেই ফল এই মাজারে চাপিয়ে আসেন, তাতে যাতে ফলন ভালো হয়। 

সবকিছু মিলিয়ে মিশিয়ে যা জানা যায় এই মাজারের কাছে কাঁঠাল গাছ রয়েছে এই কাঁঠাল গাছের তলাতেও গিয়ে দুধ দেয় হিন্দু ধর্মের মানুষজন, তাই এইরকম একটি সুন্দর জায়গায় নিজে মন্ত্রী স্বপন দেবনাথ গিয়ে পুজো দিলেন এই মাজারে।