করোনা সংক্রমণের জেরে তিনদিনের পরীক্ষা বাকি থাকতেই স্থগিত হয়ে যায় পরীক্ষা। এরপর, পরীক্ষা নেওয়ার চেষ্টা চালালেও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে পরে পরীক্ষা ছাড়াই পরীক্ষার্থীদের নম্বর দিয়ে ফলাফল ঘোষণা করে পর্ষদ। যেহেতু, করোনা পরিস্থিতি উদ্বেগজনক তাই ছাত্র- ছাত্রী নয় অভিভাবক- অভিভাবিকাদের হাতে মার্কশিট তুলে দেওয়ার কথা জানায় পর্ষদ। 

আজ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বেশ কয়েকটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সদ্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হলো।  মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সমস্ত স্বাস্থ্য বিধি মেনে এদিন মার্কশিট বিতরণ করা হয়। 

উল্লেখ্যযোগ্য বিদ্যালয় গুলি হলো খাজরী ত্রিপুরাপুর উচ্চ বিদ্যালয়, নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ, শশাটী নহলা কাঁঠালদহ অবিনাশ উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর বি.এ উচ্চ বিদ্যালয়।