গেঞ্জি মাস্ক ছাতা প্রদান ট্রাফিক পুলিশ কর্মীদের 


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: 


করোনার মধ্যে নিজেদের জীবন কে বাজী রেখে দিন রাত পরিশ্রম করে চলা পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে গেঞ্জি মাস্ক ছাতা তুলে দিলো সিটি স্টিল ও বি এস এ এন সি-র কর্মকর্তারা। 


যেখানে কোভিড ১৯ এর আতঙ্কে গৃহবন্ধি সারা পৃথিবীর মানুষ, সেখানে দাঁড়িয়ে নিজেদের জীবন কে বাজী রেখে দিন রাত, রোদ বৃষ্টির মধ্যে পরিশ্রম করে চলছে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, ও পৌর ট্রাফিক কর্মীরা। কর্মরত ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও পৌর ট্রাফিক কর্মীদের জন্য একশোটি গেঞ্জি, মাস্ক ও ছাতা তুলে দিল সিটি স্টিল ও বি এস এ এন সি কতৃপক্ষ। 


আজ তারা পূর্ব বর্ধমান বিরহাটা ট্রাফিক ওসি সংগ্রাম মৈত্র এবং গোলাপ বাগ ট্রাফিক ওসি সুদীপ্ত নন্দীর হাতে এই গেঞ্জি মাস্ক ছাতা তুলে দেন। সিটি স্টিল ও বি এস এ এন সি পক্ষ থেকে ইন্দ্রনীল দত্ত বলেন, সাধারন মানুষদের সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। এর আগে পূর্ব বর্ধমান জেলা শাসকের হাত ২০ হাজার মাস্ক তুলে দেওয়া হয়েছে।এছাড়া আরো ৫ হাজার গেঞ্জি মাস্ক সাধারন মানুষের হাতে তুলে দেওয়ার কাজ চলছে বলে জানান ইন্দ্রনীল বাবু।