Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকে সপ্তম দিনহাটার রিতম বর্মণ


মৃগাঙ্ক সরকার এবং অরবিন্দ শর্মা, দিনহাটাঃ

করোনা আবহের মাঝেই আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। করোনা পরিস্থিতির আগেই শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। করোনা আবহের জেরে মাধ্যমিকের ফলাফল নিয়ে টানা পোড়ন চলছিল। অবশেষে আজ প্রকাশিত হলো মাধ্যমিক ২০২০ এর ফলাফল। ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। 

বক্তব্যের শুরুতেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়।
ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকেও ১২৯৬৭০ জন বেশি। পূর্ব মেদিনীপুর জেলার সাফল্য সর্বাধিক, এরপর পশ্চিম মেদিনীপুর, তারপর কলকাতা। 


  • সফল পরীক্ষার্থী - ৮৪৩৩০৫ জন 
  • পাশের হার- ৮৬.৩৪ শতাংশ 
  • ছাত্রের পাশের হার - ৮৯. ৮৫ শতাংশ
  • ছাত্রীদের পাশের হার- ৮২.৪৮ শতাংশ
দিনহাটা  গোপালনগর উচ্চ বিদ্যালয়ের রিতম বর্মণ মাধ্যমিক ২০২০ তে সপ্তম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নাম্বার-৬৮৬। 



রিতমের বাবা দিলীপ বর্মণ জরবাড়ি উচ্চবিদ্যালয়ের পার্শ্বশিক্ষক মা স্বাস্থ্যকর্মী। 

বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন স্মৃতিজিৎ বলেন- রিতম বরাবরই পড়াশুনায় ভালো এবং খুব  আত্মপ্রত্যয়ী ছিলও। তার এই ফলাফলে আমরা খুশি। আরও ভালো করুক জীবনে এই আশা করি।

রিতমের এক্সক্লুসিভ সাক্ষ্যাৎকার-




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code