লন্ডন থেকে কলকাতা বাসে যাতায়ত, শুনে অবাক হলেও মজা মনে হলেও এটাই নাকি সত্যি। ১৯৫০ থেকে ১৯৭০-এর সময়কালে এরকম ব্যবস্থাই নাকি ছিল। সম্প্রতি রোহিত দাশগুপ্ত নামের এক টুইটার হ্যান্ডেলে লন্ডন থেকে কলকাতা যাতায়তের বাস ও বাসের রুট, ভাড়া সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করেছে। তারপর থেকেই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে উৎসাহের অন্ত নেই।

জানা যাচ্ছে, ১৯৫৭ সালে নাকি বাস ট্রাভেল করেছিল লন্ডন থেকে কলকাতা। ইংল্যান্ড থেকে বেলজিয়াম, জার্মানি, ইরান, পাকিস্তান হয়ে সেই বাস ঢুকেছিল ভারতে। অ্যালবার্ট ট্রাভেল বাসটির ভাড়া ১৪৫ পাউন্ড অর্থাৎ ভারতীয় টাকায় আজকের দিনেও যার আর্থিক মূল্য ১৩ হাজার টাকা। থাকা, খাওয়া, ফেরি পরিবহণ ইত্যাদি সব কিছুরই মূল্য ধরা আছে। বাসটি নিঃসন্দেহে অত্যন্ত বিলাসবহুল। এতে ডায়ানিং, স্যালঁ, রেডিও-টেপ মিউজিক, হিটার-ফ্যান ইত্যাদি সবকিছুরই ব্যবস্থা ছিল। আবার কাবুল, তেহরান, ইস্তানবুল, ভিয়েনা, সালসবার্গ, নয়াদিল্লির মতো শহরে ডিউট-ফ্রি শপিংয়ের ব্যবস্থাও ছিল। ছিল দানিয়ুব নদী, রাইন উপত্যকা, খাইবার পাস, কাবুল গিরিখাত, তাজমহল, বেনারসের গঙ্গা উপভোগের সুযোগও।

সব কিছু দেখে, ঘুরে লন্ডন থেকে কলকাতা আসতে সময় লাগতো দু'মাসের কিছু বেশি।