রাস্তার মোড়ে কিংবা মাঠে ফুচকা সুস্বাদু খাবার হিসেবে ছোট থেকে বড়ো সকলেই খেতে পছন্দ করে।স্বাদে গন্ধে অতুলনীয় একটি স্ট্রিট ফুড। কিন্তু করোনা সংক্রমণের জেরে সেই স্ট্রিটফুড আজ খাওয়াও মুশকিল হয়ে দাড়িয়েছে। একদিকে, খাওয়ার ইচ্ছে কিন্তু অন্যদিকে টানছে সংক্রমণের ভয়।


কেউ কখনো ভেবেছিল, ফুচকা বিক্রির জন্য আসতে পারে এটিএম মেশিন! না বাড়তি টক জলের আবদার করতে পারবেন! নির্দিষ্ট টাকার অংকে নির্ধারিত ফুচকাই জুটবে ক্রেতার। না বেশি পাবেন না কম। মানুষের হাতের কোনো ছোঁয়া থাকবে না। মেশিনে টাকা প্রবেশ করালেই বেরিয়ে আসবে নির্ধারিত সংখ্যার ফুচকা। জানা গিয়েছে ভারতেই আবিষ্কার হয়েছে ফুচকার এই এটিএম মেশিন। সেই মেশিনের বোতাম অনায়াসেই স্যানিটাইজড করা যায়।


তবে এই মেশিন আপাতত দেশের কোন কোন জায়গায় ইন্সটল করা হবে তা জানা যায়নি। বেশ কয়েকজন টুইটার ইউজার এই মেশিন-এর ভিডিও শেয়ার করেছেন।