করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক। করোনা আক্রান্তের কথা টুইট করে নিজেই জানালেন কোয়েল। করোনা আক্রান্ত কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানেও। ট্যুইটারে কোয়েল লেখেন, ‘আমি, বাবা, মা, রানে করোনা আক্রান্ত। সেলফ কোয়ারেন্টিনে আছি’।
প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক। এখন তাঁরা সকলেই সেলফ কোয়ারাইন্টিনে আছেন।
Baba Ma Rane & I are tested COVID-19 Positive...self quarantined!
— Koel Mallick (@YourKoel) July 10, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊