SER-10,ময়নাগুড়ি, ১৩ জুলাই : 

আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দেওয়া হয়েছে আগাম বন্যার সতর্কতাও। যদিও এরই মধ্যে ফুলেফেঁপে উঠেছে উত্তরের নদীগুলি। প্রতি বছরই বর্ষায় জলমগ্ন হয় জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকা। এবছরও সেই একই চিত্র। টানা বৃষ্টির ফলে তিস্তার মতো ফুলেফেঁপে উঠেছে জলঢাকা নদীও। জলমগ্ন শতাধিক বাড়ি। এই অবস্থায় রান্না করার মতো ব‍্যবস্থাটুকু নেই ওই পরিবারগুলোর। কখনও শুকনো খাবার আবার কখনও না খেয়ে দিন কাটছে তাদের। ফলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের বেতগাড়া এলাকা সহ পাশ্ববর্তী এলাকার প্রায় শতাধিক মানুষ সমস্যায় পড়েছেন।

তবে ইতিমধ্যে তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে। এবং জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জল বেশি উঠলে তাদের পাশ্ববর্তী স্কুলগুলিতে নিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আমগুড়ি অঞ্চলের প্রধান।