লকডাউনে রাজ্যজুড়ে বন্ধ ব্যাঙ্ক, কোন কোন বিষয়ে মিলবে ছাড় দেখে নিন


পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনা সংক্ৰমণ। ইতিমধ্যেই মোট সংক্রমণের সংখ্যা ৪৭,০০০ পার করে গিয়েছে, মৃতের সংখ্যা ১,২২১ জন। দৈনিক গড়ে ২,০০০ এর বেশি জন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আর তাই সংক্রমণে  লাগাম টানতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার করে  লকডাউনের ঘোষণা করেছে সরকার।

এরই মধ্যে আগামী ২৩, ২৫ ও ২৯ জুলাই রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। পেট্রোল পাম্পগুলি খোলা থাকলেও রাজ্যজুড়ে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

একনজরে দেখে নিন লকডাউনে কি কি পরিষেবা বন্ধ থাকবে এবং কোন ক্ষেত্রে মিলবে ছাড়:

লকডাউনে বন্ধ থাকবে যে পরিষেবাগুলি:

১) সমস্ত রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংক

২) পোস্ট অফিস

৩) সমস্ত গণপরিবহণ

৪) সমস্ত বাজার ও দোকানপাট (ওষুধ, দুধ, গ্যাস বাদে)

৫) সুপার মার্কেট এবং শপিং মল

৬) সমস্ত সরকারি-বেসরকারি অফিস

৭) ধর্মীয় স্থান।

লকডাউনে যে পরিষেবাগুলি পাওয়া যাবে:

১) স্বাস্থ্য পরিষেবা (Health Service) 

২) অ্যাম্বুল্যান্স পরিষেবা।

৩) ওষুধ ও চিকিৎসা সামগ্রীর দোকান ।

৪) পুলিশ, আদালত, সংশোধনাগার।

৫) দমকল ও জরুরিকালীন পরিষেবা।

৬) বিদ্যুৎ ও জল পরিষেবা।

৭) কৃষিকাজ ও চা বাগান।

৮) অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য পণ্য পরিবহণ।

৯) লকডাউনে জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়া গাড়িগুলির জন্য  পেট্রল পাম্প।

৯) মুদ্রণ, বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়া।

১০) রান্না করা খবারের হোম ডেলিভারি।

১১) দুধ, গ্যাসের দোকান।

১২) সেবির (SEBI) নির্দেশানুসারে  ই-কমার্স, ক্যাপিটাল ও ডেবিট মার্কেট।