Institute of Banking Personal Selection (IBPS)
Rural Regional Bank (RRB) IX Recruitment 2020
আবেদন শুরুর তারিখ | ১লা জুলাই, ২০২০ |
আবেদন শেষের তারিখ | ২১শে জুলাই, ২০২০ |
আবেদন ফি | জেনারেল = ৮৫০/- ওবিসি = ৮৫০/- এসসি = ১৭৫/- এসটি = ১৭৫/- পিএইচ = ১৭৫/- |
আবেদন ফি জমা দেওয়ার সীমা | ১লা জুলাই - ২১শে জুলাই, ২০২০ |
প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড | আগস্ট, ২০২০ |
প্রিলিমিনারি পরীক্ষা | সেপ্টেম্বর / অক্টোবর, ২০২০ |
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল | অক্টোবর, ২০২০ |
মেইনস পরীক্ষা / সিঙ্গেল এর অ্যাডমিট কার্ড | অক্টোবর, ২০২০ |
মেইনস পরীক্ষা / সিঙ্গেল | অক্টোবর/ নভেম্বর, ২০২০ |
মেইনস পরীক্ষা / সিঙ্গেল ফলাফল | অক্টোবর/ নভেম্বর, ২০২০ |
প্রোভিসনাল অ্যালটমেন্ট | জানুয়ারি, ২০২১ |
পদ | বয়সসীমা | যোগ্যতা | |||||||||||
অফিসার স্কেল II জেনারেল ব্যাংকিং অফিসার | ২১- ৩২ বছর | ৫০% নম্বর সহ যেকোনো শাখায় স্নাতক | |||||||||||
অফিসার স্কেল II ইনফরমেশন টেকনোলজি অফিসার | ২১- ৩২ বছর | ৫০% নম্বর সহ ইলেকট্রিশিয়ান/ কম্পিউটার সায়েন্স/ কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি তে স্নাতক ও ১ বছরের পোস্ট এক্সপিরিয়েন্স | |||||||||||
অফিসার স্কেল II চার্টাড অ্যাকাউন্ট্যান্ট | ২১- ৩২ বছর | ICAI India থেকে C.A. পরীক্ষায় পাশ, এক বছরের কাজ করার এক্সপিরিয়েন্স | |||||||||||
অফিসার স্কেল II ল আফিসার | ২১- ৩২ বছর | ৫০% নম্বর সহ আইনে স্নাতক, ২ বছরের এক্সপিরিয়েন্স | |||||||||||
ট্রেসারি অফিসার স্কেল II | ২১- ৩২ বছর | CA OR MBA ডিগ্রি এক বছরের কাজ করার এক্সপিরিয়েন্স | |||||||||||
মার্কেটিং অফিসার স্কেল II | ২১- ৩২ বছর | MBA Degree in Marketing Trade এক বছরের কাজ করার এক্সপিরিয়েন্স | |||||||||||
এগ্রিকালচার অফিসার স্কেল II | ২১- ৩২ বছর | এগ্রিকালচার/ ডায়ারি/ অ্যানিমাল/ ভেটেনারি/ ইঞ্জিনিয়ারিং/ পিচকিকালচার এ স্নাতক, ২ বছরের এক্সপিরিয়েন্স | |||||||||||
সিনিয়র ম্যানেজার অফিসার স্কেল III | ২১- ৪০ বছর | ৫০% নম্বর সহ যেকোনো শাখায় স্নাতক ও ৫ বছরের পোস্ট এক্সপিরিয়েন্স |
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊