নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার ঃ 

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হল আজ। ৫০০ তে ৪৯৯ পেয়ে রাজ্যে মেধা তালিকার শীর্ষে ৪ জন।কলকাতার শ্রোতাশ্রী রায়,বাঁকুড়ার গৌরব মন্ডল ও অর্পণ মন্ডল,হুগলির ঐক্য ব্যানার্জি।অন্যদিকে জেলা আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাই স্কুলের অধিরাজ কার্জি সম্ভবত জেলায় প্রথম। তার প্রাপ্ত নম্বর ৪৯৫।

অধিরাজের এত ভালো ফলাফলে স্বভাবতই খুশি আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাই স্কুলের শিক্ষকরা।এছাড়াও শেষ পাওয়া খবর অনুযায়ী কামাখ্যাগুড়ি হাই স্কুলের ময়ূখ নন্দী (৪৯৪),বারবিশা হাই স্কুলের অনির্বান দাস (৪৯৩) নম্বর পেয়ে সম্ভাব্য দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।



উল্লেখ্য এবছর উচ্চ মাধ্যমিকে ৯০.১৩ শতাংশ ছাত্রছাত্রী সফল ভাবে পাশ করেছে। এবার মেধা তালিকা না প্রকাশ করায় জেলার প্রথমদের উপর নজর সবার।

তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী ও বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী কৃতি অধিরাজকে মিষ্টি মুখ করান এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র তুলে দেন