Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চমাধ‍্যমিকে ৪৮৯ নম্বর পেয়ে ভবিষ্যতে সাংবাদিক হতে চায় ময়নাগুড়ির ডলি


SER-10,ময়নাগুড়ি, ১৭ জুলাই : চরম দারিদ্র্যের সাথে লড়াই করে ৪৮৯ নম্বর পেয়ে তাক লাগালেন দরিদ্র পরিবারের ডলি । উচ্চমাধ‍্যমিকে ৪৮৯ নম্বর পেয়ে ভবিষ্যতে সাংবাদিক হতে চায় ডলি সেন। তাঁর বাড়ি ময়নাগুড়ি ব্লকের জল্পেশের সংলগ্ন বড়োবাড়ি এলাকায়। জল্পেশ লক্ষীকান্ত উচ্চতর মাধ‍্যমিক বিদ‍্যালয় থেকে উচ্চমাধ‍্যমিক পাশ করেছে। ডলির খবর শুনে খুশির হাওয়া বইছে গোটা জল্পেশ জুড়ে। 


ডলির বাবা বিমল সেন পেশায় দিনমজুর। কাজ করে যা উপার্জন হয় তা দিয়েই লেখাপড়া শেখান মেয়েকে। খবর শুনে আনন্দে মেতে ওঠে বিমল বাবুর পরিবার থেকে শুরু করে আত্মীয়স্বজনেরা। খুশি স্কুলের শিক্ষক,শিক্ষিকারাও।


SC, ST, OBC ছাত্র ছাত্রীদের রাজ্য সরকারের স্কলারশিপ-আবেদন করুন আজই


জল্পেশ স্কুলের শিক্ষক বিষ্ণুপদ চক্রবর্তী বলেন, যদি সব পরিক্ষা হতো তাহলেও এরকম নম্বর পেতো আমাদের ডলি। কেননা ওর দিদি লতা সেনও তিন বছর আছে ৪৬৮ নম্বর পেয়েছিল। চরম দারিদ্র্যের সাথে লড়াই করেও ৪৮৯ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে আমাদের ডলি। ডলির জন্য আমরা গর্বিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code