নিজস্ব প্রতিনিধি, শচীন পাল, সংবাদ একলব্যঃ
প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফল । এবার মেধা তালিকা থাকছে না।  এবার ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশী।


এবছর উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের হার ৯০.১৩% । ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস। সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি মহুয়া দাস জানালেন, ভাল রেজাল্ট করেছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং।

এবার উচ্চ মাধ্যমিকে  রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় অনীক জানা । অনীক পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর  রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র । তার প্রাপ্ত নম্বর ৪৯৮ । সে ভবিষ্যতে পদার্থবিজ্ঞানী হতে চায় । অনীকের বাড়ি মেদিনীপুর শহরের মিরবাজারে । অনিকের বাবা ডা: যাদব কুমার জানা চিকিৎসক , মা মামনি জানা গৃহবধূ । অনীক দুবছর আগে একই বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম হয়েছিল।