pic source: india tv

সম্প্রতি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। যার তালিকায় রয়েছে টিকটক, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপ। নিষেধাজ্ঞার আওতাভূক্ত ৫৯ চিনা অ্যাপকে ৭০ টির মতো প্রশ্নের তালিকা পাঠিয়ে নোটিশ কেন্দ্রীয় ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি-র।জানা গেছে কর্তৃপক্ষ এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য অ্যাপগুলিকে তিন সপ্তাহের সময় দিয়েছে।


বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই প্রশ্নাবলীর উত্তর খতিয়ে দেখবে ইন্টেলিজেন্স ব্যুরো, সাইবার সিকিউরিটি উইং, টেলিকমিউনিকেশন বিভাগ, ইন্টারন্যাল সিকিউরিটি ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সদস্যরা।

নির্দেশে মন্ত্রক বলেছে, ২২ জুলাইয়ের মধ্যে প্রশ্নগুলি সম্পর্কে জবাব দিতে না পারলে ওই অ্যাপগুলির ওপর ভারতে জারি নিষেধাজ্ঞা স্থায়ী হয়ে যাবে।