লকডাউনের কথা মাথায় রেখে পিপিএফ অ্যাকাউন্ট এক্সটেন্ড করার জন্য আবেদনপত্র জমা নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। লকডাউনের সময় আবেদনের ডেডলাইন পড়া পিপিএফ গ্রাহকদের রেজিস্টার্ড ইমেল আইডি থেকে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

সংশ্লিষ্ট অপারেটিং এজেন্সি, যার মাধ্যমে আপনার পিপিএফ অ্যাকাউন্ট ব্যবহৃত হয়, সেখানে পিপিএফ এক্সটেনশন ফর্মের আসল কপি জমা দিতে পারবেন।

পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হয় ১৫ বছরে। এরপর আরও ১৫ বছর পর্যন্ত বাড়ানো যায়। ৫ বছরের ব্লকে ব্লকে ভাগ করে। টাকা রাখুন বা না রাখুন, অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। 

ম্যাচিওরিটির পরেও অ্যাকাউন্ট চালু রাখতে চাইলে ম্যাচিওরিটির ১ বছরের মধ্যে এইচ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। কিন্তু পিপিএফ খাতায় জমা হওয়া নতুন ডিপোজিট ইনকাম ট্যাক্সের ৮০ সি ধারায় কাটা হবে না। অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট বন্ধ না করলে বা ফর্ম জমা না দিলে ভবিষ্যতে আর টাকা রাখা যাবে না এই অ্যাকাউন্টে। তবে যে অর্থ আছে তার ওপর সুদ পাবেন।

এরই মধ্যে কেন্দ্রীয় সরকার আয়করের ৮০ সি ধারায় কর ছাড় পেতে পিপিএফে পয়সা জমা করার তারিখ ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এখন পিপিএফে গোটা বছরে দেড়লাখ টাকা জমা করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার নিয়মেও ছাড় দেওয়া হয়েছে।