রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ ব্রিজে বাস দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে বহরমপুর ডোমকল রাজ্য সড়কের উপর দৌলতাবাদ বাজারের কাছে । 

বক্সিপুর ঘাট থেকে বহরমপুর গামী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বীজের রেলিং ভেঙে নয়ানজলীতে নেমে যায়। বাসটিতে ৫০ জন মতো যাত্রী ছিল। 

স্থানীয় মানুষের তৎপরতায় বাসযাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করার জন্য স্থানীয় চিকিৎসালয়ে পাঠানো হয়।বেশকিছু জন যাত্রী কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেযায় মুর্শিদাবাদ জেলা সভাপতি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবুতাহের খান। মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জনাব রাজীব হোসেন ও জেলার নেতৃত্ব ।