Latest News

6/recent/ticker-posts

Ad Code

পঙ্খীরাজ সাপ উদ্ধার নিগমনগর ঘাটপারে


SER-20, নিগমনগর: শনিবার সকালে নিগমনগর ঘাটপারের জনৈক শঙ্কর দাসের বাড়িতে একটি বিশালাকায় সাপ দেখতে পান বাড়ির সদস্যরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পশ্চিমবঙ্গের বিজ্ঞানমঞ্চের সদস্যদের। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের জেলা কমিটির সদস্য দীপক পাল মহাশয় এবং বড়শাকদল নিগমনগর বিজ্ঞান সভার সদস্য সন্দীপন দাস সেখানে পৌঁছান। সঙ্গে সঙ্গে তাঁরা ডেকে পাঠান সর্পপ্রেমী ও সর্পবিশারদ মাননীয় তপন দেব মহাশয় কে। বিজ্ঞানমঞ্চের সদস্যদের উপস্থিতিতে তপনবাবু অত্যন্ত সুকৌশলে সাপটিকে ধরলে বাড়ির সদস্যরা চিন্তামুক্ত হন। সাপটিকে দেখতে ভিড় জমিয়েছিল স্থানীয় মানুষ।



তপনবাবু বলেন, সাপটি পঙ্খীরাজ নামেই পরিচিত। বিষহীন এই সাপটি আতঙ্কিত না হলে সহজে কাউকে কামড়ায় না, তাই ভয়ের কোনো ব্যাপার নেই। হয়তো খাবারের সন্ধানেই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তাই  এটিকে ধরে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


তিনি সকলকে আশ্বস্ত করে আরো জানিয়েছেন, আমাদের কোচবিহারে কালাচ, শঙ্খিনী, গোখড়ো ও কেউটে ছাড়া আর কোনো বিষাক্ত সাপ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code