ভারতের অন্যতম ব্যস্ত রেলস্টেশন কলকাতার শিয়ালদহ (SDAH) স্টেশন। ২৪ ঘন্টা এই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের আনাগোনা চলে। এবার যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে এই ব্যস্ত স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর গুলি পরিবর্তনের সিদ্ধান্ত নিলো পূর্ব রেল। বৃহস্পতিবার পূর্ব রেলওয়ের সহকারী পরিচালন ম্যানেজার লাচ্ছি রাম এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন।
দেখে নিন পরিবর্তিত নম্বরগুলি:
১) স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1 এবং 1A কে পরস্পরের সাথে অদলবদল করা হয়েছে। অর্থাৎ, পূর্বের প্ল্যাটফর্ম নম্বর 1A এবং 1 বর্তমানে হয়েছে প্ল্যাটফর্ম নম্বর 1 এবং 1A।
২) প্ল্যাটফর্ম নম্বর 2 ও 3 অপরিবর্তিত আছে।
৩) প্ল্যাটফর্ম নম্বর 4 পরিবর্তিত হয়ে 4 এবং 4A হয়েছে।
৪) প্ল্যাটফর্ম নম্বর 4A পরিবর্তিত হয়ে 5 এবং 5A হয়েছে।
৫) প্ল্যাটফর্ম নম্বর 5, 6, 7, 8, 9 এর বর্তমান নম্বর হয়েছে যথাক্রমে 6, 7, 8, 9, 10 ;
৬) প্ল্যাটফর্ম নম্বর 9C, 9B এবং 9A হয়েছে যথাক্রমে 11, 12 এবং 13 ;
৭) পার্সেল এর জন্য নির্ধারিত জায়গা এবং প্ল্যাটফর্ম নম্বর 9D এর বর্তমান নম্বর হয়েছে 14.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊