Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের ঐতিহ্যশালী শিব মন্দিরগুলিতে বসছে না মেলা, পূজা দিতে পারবেন না পুণ্যার্থীরা


কোচবিহারের ঐতিহ্যশালী শিব মন্দিরগুলিতে বসছে না মেলা, পূজা দিতে পারবেন না পুণ্যার্থীরা

TANUMOY DEBNATH, SANGBAD EKALAVYA:

শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্মমাস। শ্রাবণ মাসের প্রথম সোমবার কোচবিহার জেলার ঐতিহ্যশালী শিবমন্দির গুলিতে শিবের মাথায় জল ঢালতে পারল না অনেক পুণ্যার্থী। দেশ জুড়ে চলছে আনলক টু। অন্যদিকে কোচবিহার জেলায় ফের শুরু হয়েছে নতুন করে লকডাউন। করোনার জন্য মার্চ মাস থেকে বন্ধ হয়েছে দোলযাত্রা, শিবের গাজন উৎসব থেকে শুরু করে চড়ক, বাসন্তী পুজো ঈদ, মহরমও। এবার বন্ধ শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে শ্রাবণী মেলা। 

প্রসঙ্গত, মারণ করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য শুরু থেকেই কোচবিহার বানেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের পূজা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোচবিহার জেলা দেবত্র ট্রাষ্ট বোর্ড মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন।তবে নিত্য পূজা চলবে। ঐতিহ্যবাহী বাণেশ্বর শ্রাবণ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এসময় প্রতিবছর বানেশ্বর শিব মন্দিরে প্রচুর লোকজনের সমাগম হয়।চলে সারা মাস জুড়ে মেলা। অনেকেই বলছে এবার আর বানেশ্বর গিয়ে শিবের মাথায় জল ঢালা হল না। বাড়িতে অথবা বাড়ির পাশের মন্দিরে গিয়েই শিব ঠাকুরের পূজা করবো এবং জল ঢালবো। সকলের একটাই কামনা ঠাকুর যেন আমাদের এই করোনা ভাইরাসের হাত থেকে সকলকে রক্ষা করে এবং সকলকে সুস্থ রাখে। আগামী বছর যেন বানেশ্বরে গিয়েই পূজা দিতে পারি। সকলে মিলে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে, যেনো আমাদের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলার উৎসবে মাতিয়ে উঠতে পারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code