Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলে গেলেন অভিনেত্রী দিব্যা চোকসি


হ্যায় আপনা দিল তো আওয়ারা’-ছবির সূত্রে বলিউডে পা রাখা দিব্যা ক্যানসার এর সঙ্গে লড়াইয়ে জিততে না পেরে শেষ বিদায় জানালেন পৃথিবীকে। দিব্যা চোকসি একজন অভিনেত্রীর পাশাপাশি একজন মডেলও। 

শেষ ইনস্টাগ্রাম পোস্টে দিব্যা লিখেছিলেন তাঁর জীবন ও মৃত্যু যন্ত্রণার কথা। তিনি লেখেন, 'আমি এখন মৃত্যুশয্যায়। শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় যে আমি ঠিক কী বলতে চাইছি। সহানুভূতির অসংখ্য মেসেজ পাচ্ছি আমি। মৃত্যুশয্যাতেও তাই মনোবল ধরে রাখতে পেরেছি। এটা তো হওয়ারই ছিল। যদি যন্ত্রণাহীন আর একটা জীবন পেতাম। এখন আর কোনও প্রশ্ন নেই। একমাত্র ঈশ্বরই জানেন আপনারা আমার কাছে কত মূল্যবান।'

দিব্যার মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করেছেন খুড়তুতো বোন সৌম্যা। তিনি লেখেন, 'দিব্যা বড় কম বয়সে পৃথিবী ছেড়ে চলে গেল। ও লন্ডন থেকে অভিনয়ের কোর্স করে এসেছিল। অসম্ভব দক্ষ মডেল ছিল। বহু ছবি ও টিভি শোয়ে কাজ করা শুরু করেছিল। গানের জন্য সুখ্যাতি লাভ করেছিল। ওর আত্মার শান্তি কামনা করি'।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code