নতুন কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য মানব পরীক্ষার ফেজ-১ ও ফেজ-২ প্রক্রিয়া শুরু করতে দেশের অন্য়তম বৃহত্তম ফার্মা সংস্থা জাইডাস ক্য়াডিলাকে সবুজ সঙ্কেত দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)।

সূত্রের খবর, পশুর ওপর ওই ভ্যাকসিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলেছে। সেই তালিকায় রয়েছে - ইঁদুর, খরগোশ, গিনিপিগ ও মেঠো ইঁদুর। সেই রিপোর্ট জমা পড়েছে ডিজিসিআই-এর কাছে।রিপোর্ট খতিয়ে দেখে বিশেষজ্ঞ কমিটি। ওই রিপোর্টে বলা হয়েছে, পশুর শরীরে প্রমাণমাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে। 

ডিজিসিআই অনুমোদিত ভ্যাকসিন সম্পর্কিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ পেয়েই দ্রুত হিউম্যান ট্রায়ালের সবুজ সঙ্কেত দেয় ডিজিসিএ। 

ভারতে দুটি সংস্থা পৃথকভাবে কোভিড-১৯ ভ্যাকসিনের কাজ নিয়ে এগিয়ে চলেছে। তাঁর মধ্যে এটি একটি, অপরটি ভারত বায়োটেক ও আইসিএমআর-এর যৌথ উদ্যোগ।