করোনার ভয়াল দাপট সারা বিশ্বজুড়ে। বাদ যায়নি বিশ্বের তাবড় তাবড় দেশগুলিও। করোনার প্রকোপ থেকে বাঁচতে নানাবিধ বিধি নিষেধ জারি হলেও রেহাই মেলেনি। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ বাড়ছে উদ্বেগ।

এবার, করোনা আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়। মারণভাইরাস কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কথা ট্যুইট করে নিজেই জানিয়েছেন হুগলির বিজেপি সংসাদ। 

দুপুরে একটি ট্যুইটে লকেট চট্টোপাধ্যায় লেখেন, “আজ সকালেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য জ্বর রয়েছে, এক সপ্তাহ ধরে আইসোলেশনে আছি। সবাইকে সময় মতো জানাব। সব ভাল হোক।”

লকেট চট্টোপাধ্যায়ের আগে পশ্চিমবঙ্গ থেকে ২ জনপ্রতিনিধির করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। ওই ২ জনপ্রতিনিধিই তৃণমূল কংগ্রেসের। একজন তমোনাশ ঘোষ এবং অন্যজন হলেন সুজিত বসু।