Latest News

6/recent/ticker-posts

Ad Code

সর্বপ্রথম বাংলা টলিউড প্রোডাকশন হাউস এর ছবি জাপান আমাজন প্রাইমে


নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম টাউন এ সর্ব প্রথম প্রোডাকশন হাউস থেকে পাত্রাস গ্ল্যাম আর্টস এর ছবি "আতঙ্কের ছোয়া"
যা ২০১৯ এ অনেক আগেই এ আমাজন প্রাইম উএস,ইউকে, ইউরোপ এ রিলিজ হয়েছে, এখন আমাজন প্রাইম জাপান এর প্লাটফর্ম এ জায়গা করে নিলো এই ছবিটি। 

জানা গেছে এই প্লাটফর্ম এ বাংলা টলিউড প্রোডাকশন হাউস এর অন্য কোন প্রোডাকশন হাউস থেকে কোনো মুভি নেই, সে সূত্রে পাত্রাস গ্লাম এর এই মুভি টি প্রথম মুভি যা জাপান এ রিলিজ করা হয়েছে।



ছবি টি পরিচালনা করেছেন রকি রূপকুমার পাত্র এবং সহকারী পরিচালক বারুন সিংহ দেব, ছবিটি প্রযোজনা করেছেন পাত্রাস গ্ল্যাম, চন্দ্রনাথ ব্যানার্জী, সীমা ছেত্ৰী সিংহ দেব, ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার পাত্র, শুভদীপ মল্লিক, বারুন সিংহ দেব, এবং অগ্নি দত্ত। 


এই ছবিটির থিয়েটার রিলিজ আপাতত স্থগিত হয়েছে করোনা ভাইরাস প্রকোপ এর ফলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code