মাদকদ্রব্য বেআইনি অস্ত্রের বিরুদ্ধে কোচবিহারে জেলা পুলিশের লাগাতার অভিযান চলছে I জেলা পুলিশের মুকুটে যুক্ত হল আরো একটি পালক I
আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করলো কোচবিহার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ঃ
করোনা আবহের মাঝেই আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করলো কোচবিহার পুলিশ। এদিনে, গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আজ সকালে মাথাভাঙ্গা থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা একটি ছোট গাড়িকে আটক করেI
গাড়ি থেকে উদ্ধার হয় তিন জন আসামী সহ ৭টি অটোমেটিক পিস্তল ,৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র , ১০০টি কার্তুজ ও ১৫টি ম্যাগাজিন I
বিপুল এই অস্ত্র কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে , কেনই বা নিয়ে যাওয়া হচ্ছে সব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ বলেই জানা গেছে I
এই অভিযানে সাফল্যের জন্য এই অভিযানে থাকা অফিসার, কনস্টেবল ও সিভিকদের আর্থিক পুরষ্কার দিলেন পুলিশ সুপার (আইপিএস) ডঃ সন্তোষ নিম্বলকর। এদিনের এই অভিযানে ছিলেন এসআই মধুসুধন ভৌমিক , এসআই উত্তম শর্মা , এএসআই শেখর রায় , এএসআই উত্তম ছেত্রী, কনস্টবল সাইফুল ইসলাম ও চারজন সিভিক ভ্লেন্টিয়ার I
সমস্ত অপরাধ ও অপরাধীর উপর কড়া নজর রাখছে পুলিশ এবং আগামীতেও রাখবে বলেই জানাচ্ছে কোচবিহার পুলিশ I
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊