করোনা সংক্ৰমণ ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে কোচবিহার জেলায়। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ১৬ জুলাইতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য় দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কোচবিহার শহরে আক্রান্তের সংখ্যা ৩৮৭ যার মধ্যে ২২ টি নতুন সংক্ৰমন। কোচবিহার জেলার দিনহাটা ১ ও ২ নং ব্লকে গত কয়েকদিনে বেশ কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসে। ফলে দিনহাটার পৌরপিতা উদয়ন গুহ দিনহাটা শহরে শুক্রবার দুপুর ২টো থেকে আগামী বুধবার রাত্রি ১০ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছেন। এদিকে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান জরুরি ভিত্তিতে দিনহাটা ১ নং ব্লকের সাথে সাথে দিনহাটা ২ নং ব্লককেও কন্টেইনমেন্ট জোন ঘোষণা করলেন।
জেলাশাসকের নির্দেশ অনুসারে দিনহাটা ২ নং ব্লকের বামনহাট-১, বামনহাট-২, বড়শাকদল, বুড়িরহাট-১, বুড়িরহাট-২, চৌধুরীহাট, গোবরাছড়া নয়ারহাট, কিসামত দশগ্রাম, নাজিরহাট-১, নাজিরহাট-২, সাহেবগঞ্জ ও শুকারুরকুটি (পার্ট নম্বর ০০১ থেকে ২২৫, দিনহাটা ৭ নং বিধানসভা কেন্দ্র) গ্রামপঞ্চায়েত গুলিতে দুর্যোগ মোকাবিলা আইন ২০০৫ এর ৩৪ এবং ২৬ নং ধারা অনুসারে ব্রড বেসড কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। করোনার সংক্ৰমন রুখতে এইসব কন্টেইনমেন্ট এলাকায় সরকার প্রদত্ত সমস্ত ধরনের বিধিনিষেধ মেনে চলতে হবে। এইসব এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধের সরবরাহ ছাড়া জনসাধারণ ও সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও এইসব এলাকায় সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
দিনহাটা ২ নং ব্লক আধিকারিক জয়েন্ট দত্ত জানিয়েছেন, এইসব কন্টেইনমেন্ট এলাকায় একজন পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তার নেতৃত্বে একটি দল এইসব এলাকায় সমস্ত ধরনের বিধিনিষেধ কার্যকর করতে সদা তৎপর থাকবে। এই দলটি প্রয়োজন অনুযায়ী কন্টেইনমেন্ট এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊