সংবাদ একলব্য: করোনা ভাইরাসের সংক্রমন দিনদিন নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিষেধক এখনো পরীক্ষাধীন। এমতাবস্থায় লকডাউন এবং স্বাস্থ্যবিধির কড়াকড়ি ছাড়া সংক্রমণে লাগাম টানা মুশকিল। তাই আগামী ১ লা আগস্ট থেকে টানা ১৬ দিন লকডাউন জারি হল প্রতিবেশী রাজ্য বিহারে।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী ১ আগস্ট আনলক-১ শুরু হচ্ছে, যেখানে নতুন করে আরো অনেক কিছুই খুলতে চলেছে। যদিও কন্টেইনমেন্ট জোনে বিধিনিষেধ থাকছেই। কিন্তু বিহার সরকার আগামী ১৬ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। কিছু ব্যতিক্রম ছাড়া সবধরনের পরিবহন বন্ধ থাকছে। রাট ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি, মহকুমা, জেলা এবং রাজ্যের হেড কোয়ার্টারগুলিতে অতিরিক্ত বিধিনিষেধ থাকছে।
প্রসঙ্গত, বিহারে মোট সংক্রমণের সংখ্যা ৪৮,০০১ জন, মৃত্যু হয়েছে ২৮৫ জনের। গত ২৪ ঘন্টায় বিহারে ১,৪৪৫ জন নতুন করে সংক্রমিত হয়েছে। বিহারে করোনা আক্রান্তের নিরিখে প্রথমে রয়েছে পাটনা, সংক্রমণের সংখ্যা ৮,২২৯ জন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊