সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ 

সম্প্রতি দিন কয়েক আগে নিজের বাড়িতে খুন হন এক 84 বছরের বৃদ্ধ ।খুনের ঘটনার কিনারা করতে পূর্ব বর্ধমান জেলার তেজগঞ্জ হাই স্কুল পাড়া এলাকায় ওই বাড়িতে আসেন বর্ধমান সদর থানায় বিশাল পুলিশবাহিনী। আনা হয় পুলিশ কুকুরও। খুনের কিনারা করতে আসেন সিআইডি প্রতিনিধিদল। 

যদিও খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি কাউকেই ।বৃদ্ধ খুনের কিনারা করতে ফের ওই বাড়িতে আসন ৩ সিআইডি প্রতিনিধি দল, সংগ্রহ করা হয় নমুনা। তবে কী কারণে এই বৃদ্ধ খুন তার উত্তর মেলেনি আজও।