আগামীকাল প্রকাশিত হতে চলেছে সিবিএসই -এর দশম শ্রেণীর ফল। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে এ কথা জানিয়েছেন। ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে বলে সিবিএসই-কে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মতই আগামীকাল প্রকাশ হতে চলেছে ফল। রেজাল্ট জানতে চোখ রাখতে হবে সরকারি ওয়েবসাইট cbse.nic.in বা cbseresults.nic.in-এ।
My dear Children, Parents, and Teachers, the results of class X CBSE board examinations will be announced tomorrow. I wish all the students best of luck.👍#StayCalm #StaySafe@cbseindia29
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 14, 2020
এছাড়া ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআরএস-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জানতে পারবেন। পরীক্ষার ফল প্রকাশের দিন এই টেলিফোন নম্বরগুলি প্রকাশ করে এনআইসি।পাশাপাশি কয়েকটি অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা
1 মন্তব্যসমূহ
Thanks for the information about the details
উত্তরমুছুনcbse 10th results 2021
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊