করোনা সংকটের আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও করোনার জেরে পিছিয়ে গেছে ফলাফল প্রকাশ। ফলাফলের অপেক্ষায় কয়েক লক্ষ পরীক্ষার্থী। কবে প্রকাশ হবে ফলাফল এনিয়ে চিন্তিত পরীক্ষার্থী থেকে অভিভাবক- অভিভাবিকা সকলেই। সেই চিন্তা দূর করে মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামীকাল অর্থাৎ ১৫ই জুলাই, বুধবার সকাল দশটায় প্রকাশ করা হবে মাধ্যমিকের ফলাফল। পাশাপাশি, মাধ্যমিকের মেধাতালিকাও প্রকাশ করা হবে বলে জানান তিনি। ফলপ্রকাশের আগের দিন পড়ুয়াদের আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। 

পর্ষদের তরফে জানানো হয়, কাল সকাল ১০টায় ফলপ্রকাশ করা হবে। পড়ুয়াদের হাতে দেওয়া হবে না মার্কশিট। মার্কশিট নিতে আসতে হবে অভিভাবকদের। করোনা আবহে সোশ্যাল ডিস্টান্সিং ও যাবতীয় বিধি মেনেই মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে।

পাশাপাশি, জানা যাচ্ছে আগামী ১৭ই জুলাই প্রকাশ করা হতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফল। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পরেই পড়ুয়ারা ফল জানতে পারবেন wbbse.orgwbresults.nic.in ওয়েবসাইটে। এছাড়া wbbse.orgwbresults.nic.in ওয়েবসাইটেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে।