নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ 


লকডাউন ভেঙে রাস্তায় বের হওয়া টোটো ও ছোট গাড়ি ধরপাকড় শুরু করল জলপাইগুড়ি সদর ট্র‍্যাফিক পুলিশ। বৃহস্পতিবার শহরের বড় পোস্ট অফিস, থানা মোড়ে চলে ট্র‍্যাফিক পুলিশের ধরপাকড়। বেশ কয়েকটি টোটো আটক করল ট্র‍্যাফিক পুলিশ। 

জলপাইগুড়ি শহরে সকাল এগারোটার পরে লকডাউন ভেঙে শহরের রাস্তায় এদিন প্রচুর বাসিন্দা বের হয়েছিলেন বলে অভিযোগ। অন্যদিকে শহরের রাস্তায় একাধিক টোটো যাতায়াত করছিল। 

নির্দিষ্ট সময় পাড় হয়ে গেলেও শহরের একাংশ ব্যবসায়ী লকডাউন মানছেন না। অভিযোগ, পুলিশের নজরদারি এদিন তেমন দেখা যায়নি। এই কারণে শহরের রাস্তায় যেমন সাধারণ মানুষের ভিড় ছিল। তেমনি পরিবহন ব্যবস্থা সচল ছিল। এদিন সদর ট্র‍্যাফিক ওসি শান্তা শীল অভিযানে নামে। টোটো হোক কিংবা সাধারণ মানুষ সকলের কোন না কোন অজুহাত দিলেন পুলিশ ধরতেই।

আসুন দেখে নেই ভিডিওতে-