Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবারো বাংলা গানের জগতে নতুন ঝড় তুলতে আসছেন অদিতি মুন্সি



মুক্তি পেল  অদিতি মুন্সীর নতুন গানের প্রথম টিজার


নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ 

কয়েকদিন আগেই পোস্টার রিলিজের মাধ্যমে তার শুভাকাঙ্খীদের জানিয়ে দিয়েছিলেন তিনি আনতে চলেছেন একটি নতুন বাংলা গান-  যার কথা বলা হচ্ছে তিনি আপামর সঙ্গীতপ্রেমী মানুষের কাছে সবথেকে প্রিয় শিল্পী অদিতি মুন্সি। 

কয়েকদিন আগে নতুন গানের পোস্টার রিলিজ করেছিলেন তিনি। জানাগেছে  তার নতুন গানের নাম - সোনা বন্ধুরে।  

তবে এবার সোমবার সকালে তিনি রিলিজ করলো তার নতুন গানের  প্রথম টিজার । যা দেখলেই বুঝতে পারা যাচ্ছে আবারো বাংলা গানের জগতে নতুন ঝড় তুলতে আসছেন অদিতি মুন্সি।


অদিতি বলেছেন- "আর কয়েক দিনের মধ্যেই আমাদের একটি চেষ্টা আপনাদের সামনে আসতে চলেছে। আশায় বুক বেঁধে বসে আছি আমরা আর সব সময় চাইছি আমাদের গান বাজনা যেন মানুষের মনে জায়গা পায়।"

অফিসিয়াল টিজার থেকে জানা যায়  ২ রা আগস্ট গানটি মুক্তি পেতে চলেছে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code