মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করবার সাথে সাথে যাতে সকলের হাতে মাস্ক পৌছায় তার ব্যবস্থা যখন সরকার করছে তখন সেই মুহূর্তে উঠে এলো এক চমকপ্রদ ঘটনা। 

বিশ্বের বহু দেশেই করোনা সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার। বিশেষ করে চীনে, যেখান থেকে শুরু হয়েছে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা, সেখানেও মানুষ বায়ুর দূষণের হাত থেকে বাঁচতে হরহামেশা নাক আর মুখ ঢাকা মুখোশ পরে ঘুরে বেড়ায়।

অবশ্য বায়ুবাহিত ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই মাস্ক কতটা কার্যকর সে ব্যাপারে যথেষ্টই সংশয়ে আছেন ভাইরাস বিশেষজ্ঞরা। তবে হাত থেকে মুখে সংক্রমণ ঠেকাতে এই মাস্ক ব্যবহার করে সুফল পাওয়ার কিছু নজির আছে।

আমাদের দেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ইতিমধ্যে। মাস্ক পড়ে বাইরে না বের হলে জরিমানার ব্যবস্থাও হচ্ছে অনেক জায়গায়।  

মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি ছিছদ এলাকার বাসিন্দা শঙ্কর কুরাদে সোনা দিয়ে একটি মাস্ক বানিয়েছেন, যার বাজার মূল্য ২ লক্ষ ৮৯ হাজার টাকা। সংবাদ সংস্থা ANI  জানিয়েছে- এই মাস্ক খুবই সূক্ষ্ম, এবং পাতলা। শঙ্কর বলেছে- এতে করোনা ভাইরাস আটকানো যাবে কিনা জানিনা, তবে শ্বাস নিতে কোন অসুবিধা হয় না।