গত মার্চ মাসে করোনা সংক্রমণের জেরে স্থগিত হয়ে যাওয়া উচ্চমাধমিক পরীক্ষার তিনটি বিষয়ের পরীক্ষা আগামী ২, ৬ এবং ৮ জুলাই পুনরায় নেওয়ার ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু উত্তরোত্তর বেড়ে চলা সংক্রমণের জন্য পরীক্ষা বাতিলের ডাক তুলেছিলেন অভিভাবকরা। জন্য অভিভাবকদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ২৬ জুনের রায়ের সঙ্গে সঙ্গতি রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
 
এদিকে তিনটি পরীক্ষা বাতিল হওয়ায় ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সেটা নিয়ে চিন্তিত অনেকেই। যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা গঠিত শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি ফলাফল প্রকাশের ব্যাপারে যে সুপারিশ করেছিল তার ওপর ভিত্তি করেই সংসদ ফলপ্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলি হল:

১) ইতিমধ্যে সম্পন্ন হওয়া লিখিত পরীক্ষাগুলির মধ্যে পরীক্ষার্থী যে নম্বর পেয়েছে তার সর্বোচ্চ নম্বরটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসেবে ধরা হবে। প্রয়োজনে শতকরা হারে ওই নম্বর বিবেচনা করা হবে। 


২) এই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র অভিযোগ জানানো পরীক্ষার্থীদের জন্য বাকি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরটিই চূড়ান্ত হিসেবে গ্রহণ করা হবে। 

৩) পরিস্থিতি স্বাভাবিক হলেই ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষার সময় ও নিয়মাবলী জানিয়ে দেবে সংসদ।

সংসদের তরফে জানানো হয়েছে এই প্রক্রিয়ায় উচ্চমাধ্যমিকের ফল দ্রুত প্রকাশ করা যাবে। আগামী জুলাই মাসের মধ্যে উচ্চমাধ্যমিক ২০২০ এর ফল প্রকাশের চেষ্টা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আপাতত যেভাবে ফলাফল প্রকাশিত হতে চলেছে তার একটি নমুনা দেখে নেওয়া যাক-

 SUBJECTNUMBER 
 BENGALI 88
 ENGLISH85 
 HISTORY87 
 GEOGRAPHY88 
 SANSKRIT88 
 POLITICAL SCIENCE88 
 TOP FIVE 439

এক্ষেত্রে যে সমস্যটা সামনে আসছে, সেটি সংসদের নির্দেশিকায় উল্লেখ করা একটি নির্দেশ ঘিরে। সংসদের পক্ষ থেকে বলা হয়েছে- "প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র অভিযোগ জানানো পরীক্ষার্থীদের জন্য বাকি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরটিই চূড়ান্ত হিসেবে গ্রহণ করা হবে।"  এক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলেই ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষার সময় ও নিয়মাবলী জানিয়ে দেবে সংসদ।

তাহলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে এবছর মেধাতালিকা কি করে প্রকাশিত হবে? ফলাফল ঘোষণার পর যেহেতু আবার পরীক্ষার সুযোগ থাকছে, সেক্ষেত্রে মেধাতালিকা কি করে প্রকাশ হতে পারে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। শিক্ষক তন্ময় সরকার জানিয়েছেন- "এবছর মেধাতালিকা প্রকাশ প্রাথমিক অবস্থায় সম্ভব নয় বলেই মনে হচ্ছে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যদি কোন পরিক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন না করে তবে তখন মেধাতালিকা সামনে আনা উচিৎ কিংবা পরীক্ষা দিতে চাইলে পরীক্ষার পরই মেধাতালিকা প্রকাশ করা যুক্তিযুক্ত হবে বলে মনে করি।"